February 11, 2009

History of Hinduism

এই ধর্মটি একটি অতি পুরোনো ধর্ম যেটা পাওয়া গিয়েছে ইন্দু উপত্যকার সময় থেকে। তাদের স্নান করার স্থান বা ঘরে ঘরে শিব লিঙ্গ থেকে অনেক প্রকার হিন্দুদের ডিজাইন পাওয়া গিয়েছে। তারা স্বাস্তিকাও পেয়েছে সেখানে। অনেক প্রকার দেব-দেবীর মূর্তী সেখানে পাওয়া গিয়েছে। যোগী বা প্রত-শিবেরও চিহ্ন সেখানে পেয়েছে আর্কিওলজিস্টরা। পুস্পপতি বা পশুপাখির স্রোষ্টা এই জিনিসগুলো পেয়েছে। মহেঞ্জ-ডারোর যেই সিল পাওয়া গিয়েছে, সেটাই বলে দেয় যে হিন্দু ধর্মের শুরু হয়েছে অনেক কাল আগের থেকেই। একটা মূর্তিতে শিব এবং শিবলিঙ্গমের অনেক মিল পাওয়া গিয়েছে।
বেদের সময় ধরা হয় ইন্দো-ইয়োরপিয়ানদের থেকে অথবা যখন তারা ভারতে এসেছিলো ১৫০০ বি.সি. তে। তারা এসেছিলো ইরানের মালভূমি (plateau) এবং হিন্দুকুশ পর্বতের মধ্যে দিয়ে। তারা এই সময় অন্যান্য অনেক জাতির সাথে মিশে যায় এবং সর্বশেষে ভারতে এসে থামে। এই সময়ের বেদগুলো সবচেয়ে পুরোনো গ্রন্থ এখন পর্যন্ত। এই গ্রন্থগুলো ১৫০০ বি.সি থেকে ৮০০ বি.সি.র মধ্যে লেখা হয়েছে এবং মুখের মাধ্যমে চলে এসেছে। ১০০০ বি.সি. থেকে ৬ বি.সি.র মধ্যে महाजनपद বা মহাজনপদরা তাদের যাত্রা শুরু করে। তারা ঋগ্ববেদ এবং সর্বশেষ হারাপ্পানদের থেকে শুরু হয়।
এই ঘটনা অনেক সময় যাবার পরে এসে পরে এখনের হিন্দুধর্ম।

No comments:

Post a Comment