March 27, 2009

History of Hinduism

এই ধর্মের শুরু জানা সম্ভব নয়। এই ধর্মের অবস্থান পাওয়া গিয়েছে ১০০০০ বিসিতে। সেই সময়ই বলা হয় লেখা হয়েছে ঋগ্বেদ। হিন্দু ধর্ম শব্দটা এই ধর্মগ্রন্থের কোথাও পাওয়া যায়নি। কিন্তু এটা বলা হয় যে এই নাম প্রথম শুনা যায় সিন্ধুদের থেকে। তারা সিন্ধু নদীর ধারে থাকত। এবং এখনকার হিন্দুধর্ম সেখান থেকেই উঠে আসে। নামটা সিন্ধু থাকলেও এটা পরে হিন্দু হয়ে যায় উচ্চারনের জন্য। আরো বলা আছে যে আর্যরা এই স্থানে এসে দখল শুরু করে। এই ঘটনা ঘটে প্রায় ২০০০ বিসিতে।
এই সময়ের ভিন্নতা ভাগ করার জন্য তৈরী হয় এইঃ ৬৫০০ বিসি থেকে ১০০০ এডি (প্রচীন)। ১০০০ থেকে ১৮০০ এডি (মধ্যযুগী) এবং ১৮০০ থেকে এখন হচ্ছে বর্তমান যুগ। এই ধর্মকে পৃথিবীর সবচেয়ে প্রচীন জীবিত ধর্ম হিসেবে বলে হয়।

No comments:

Post a Comment