June 22, 2008

Joy & Bijoy

এই ঘটনাটি একটি ছোট্ট ঘটনা বিষ্ণুপুরাণের থেকে। এখানে থেকে পাওয়া যায় অনেক প্রশ্নের উত্তর যেগুলোর কারণে আমরা মানব জাতিরা অনেক বিষয় নিয়ে জানতে পেরেছি এবং সেটা হচ্ছে জয় ও বিজয়ের কাহিনী।
জয় ও বিজয় হচ্ছে দুজন পাহারাদ্বার বৈকুন্ঠের। তারা দুজনই বিষ্ণুর কথা মত কাজ করতো। কিন্তু তারা দুজন একদিন ব্রহ্মার তৈরী করা চারজন বিষ্ণুভক্তকে বিষ্ণুর কাছে যেতে বাধা দেয়। এই দেখে সেই চারজন তাদের অভিশাপ দেয় যে "তোমরা দুইজন পৃথিবীতে আসবে এবং সেখানে পাঁপের জন্য তোমাদের সেখানেই থাকতে হবে"। এই দেখে বিষ্ণু তাদের কাছে এসে জয় এবং বিজয়ের হয়ে ক্ষমা চায়। সাথে সাথে তিনি জিজ্ঞাস করেন এটাকে কি তারা একটু পরিবর্তন করতে পারেন কিনা। তিনি বলেন যে যখন কেউ ভগবান এবং তাদের ভক্তের মাঝে দাঁড়ায়, তখন তারা শাস্তি পাবার যোগ্য। তাই তারা শাস্তি পেতে পারে কিন্তু এই রকম নয়। তখন তারা পরিবর্তন করে এই বলে যে তারা তিনবার পৃথিবীতে আসবে কিন্তু তিনবারই তাদের মৃত্যু হবে বিষ্ণুর দ্বারা। এই থেকে তারা তিনবার পৃথিবীতে আসে, প্রথমে হিরণকশীপু এবং হিরণক্ষ্য। তারপরে তারা আসে রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে। সর্বশেষে তারা আসে শিশুপাল এবং কংস হয়ে।

No comments:

Post a Comment