April 22, 2008

Uttam Kumar

এবার তৈরী হলো পুরোনো বাংলার মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটি ডকুমেন্টারি। এই ডকুমেন্টারিতে থাকবে সেই সকল ফিল্মের ক্লিপ যেগুলোতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। এই ডকুমেন্টারিতে আরো থাকবে উত্তম কুমারের ছোট সময়ের ছবি। এই ডকুমেন্টারিতে আরো থাকবে এই হিরো হিরো হবার আগে কি ছিলো এবং কিভাবে তিনি এই পর্যায়ে যেতে পারলেন। তরুন কুমারের সাথে সাক্ষাৎকার এবং ছেলে গৌতমের সাথে সাক্ষাৎকার থাকবে এই ডকুমেন্টারিতে। তার সাথে সাথে থাকবে সেই সকল নায়িকাদের সাথে সাক্ষাৎকার যাদের সাথে তিনি কাজ করেছিলেন যেমন সুপ্রিয়া দেবী, সাবিত্রী চক্রবর্তী এবং আরো অনেকে। । ডিরেকটর স্বপন দাস এই সকল তথ্য নিয়ে এই ফিল্ম করতে বাহির হয়েছেন।
সব কথার মধ্যেও একটা দুঃখের কথা এই যে এটার কোনো ডিভিডি, ক্যাসেট বা ভিসিডি বাহির হয়নি।
সোর্সঃ calcuttatube

3 comments: