March 27, 2009

What is Hinduism?

সনাতন ধর্ম কি?
পৃথিবীর সবচেয়ে প্রচীন ধর্ম, যেই ধর্ম বিশ্বের ৩য় বড় ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে অনেক ধর্মের যোগ। এই ধর্মে আছে অন্যান্য ভারতীয় ধর্মের সাথে মিল। এই ধর্ম বিশ্বাস করে পুনজন্মে, এক বিধাতা এবং তার অনেক রূপে। এই ধর্মের মানুষ বিশ্বাস করে যদি এবং তাহলেতে। এই ধর্মের মানুষরা ধর্মের পথ ধরে চলাতে বিশ্বাস করে। এবং তারা বিশ্বাস করে মোক্ষতে।
এটা সহজ নয় হিন্দু ধর্মে বর্ননা করা। কিছু জ্ঞানীরা এটা মনে করে যে হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। এই ধর্মের আরেক নাম, সনাতন ধর্ম, মানে হচ্ছে চিরস্থায়ী, এবং চিরন্তর ধর্ম। এটা ধর্ম এবং সত্যের পথে চলার ধর্ম। এই ধর্মের প্রধান শিক্ষা হচ্ছে উপনিষদ এবং বেদের থেকে। এই দুটি হিন্দুদের দুটি ধর্মগ্রন্থ।
ধর্ম শব্দটা মানে হচ্ছে 'সেই যে পৃথিবী রক্ষা করে'। এবং এই শব্দের আরকটা অর্থ হচ্ছে 'একটা পথ যেটা দিয়ে ঈশ্বরের কাছে পৌছানো যায়'।
এই ধর্মটি একটা গাছের সাথে বর্ণনা করা যায়। এটার শিকড় হচ্ছে বেদ এবং বেদান্ত। এই ধর্মের বড় কান্ড হচ্ছে গুরু অথবা মহাপুরুষ। এই ধর্মের শাখা-প্রশাখা হচ্ছে ঐতিহ্য। এবং এই গাছে ফলটা হচ্ছে অন্যান্য মতবিশ্বাস।

সূত্রঃ http://hinduism.about.com/

No comments:

Post a Comment